বিদেশে জাহাজ রপ্তানীর নতুন কার্যাদেশ পেয়েছে এফএমসি ডকইয়ার্ড
বিদেশে জাহাজ রপ্তানীর নতুন কার্যাদেশ পেয়েছে এফএমসি ডকইয়ার্ড দেশের অন্যতম প্রধান জাহাজ নির্মানকারী প্রতিষ্ঠান এফএমসি ডকইয়ার্ড লিমিটেড সুদান সরকারের জন্য এএসডি টাগবোট রপ্তানীর নতুন কার্যাদেশ পেয়েছে। সর্বাধুনিক প্রযুক্তির এই টাগবোটের রপ্তানীমুল্য ৪৮ মিলিয়ন এইডি।ক্লাসিফিকেশন সোসাইটি কর্তৃক ড্রয়িং এবং ডিজাইন অনুমোদন সাপেক্ষে, আগামী ১৫ দিনের মধ্যে নির্মাণকাজ শুরু হবে বলে আশাবাদ ব্যাক্ত করেন এফএমসি ডকইয়ার্ড কর্তৃপক্ষ।…