সুদানের জন্য জাহাজ বানাবে এফএমসি ডকইয়ার্ড

সুদান সরকারের জন্য জাহাজ তৈরির কার্যাদেশ পেয়েছে দেশের অন্যতম শীর্ষ জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান এফএমসি ডকইয়ার্ড লিমিটেড।

সর্বাধুনিক প্রযুক্তির এই জাহাজের (টাগবোট) রপ্তানি মূল্য ৪৮ মিলিয়ন আরব আমিরাত দিরহাম।

আগামী ১৫ দিনের মধ্যে এই টাগবোট নির্মাণকাজ শুরু হবে বলে জানিয়েছে এফএমসি ডকইয়ার্ড কর্তৃপক্ষ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এসব তথ্য জানায় এফএমসি ডকইয়ার্ড কর্তৃপক্ষ।

এফএমসি ডকইয়ার্ডের চেয়ারম্যান মোহাম্মদ ইয়াছিন চৌধুরী বলেন, ‘আমি বাংলাদেশের জন্য বৈশ্বিক নতুন বাজার সৃষ্টির চেষ্টা করে আসছি। কেবল ইউরোপ-আমেরিকা বা মধ্যপ্রাচ্য নয়, আফ্রিকাতেও যে বাংলাদেশি জাহাজের নতুন বাজার সৃষ্টি হতে পারে সেটা প্রমাণের একটা তাগিদ ছিল। তাই বাংলাদেশ থেকে সুদানে প্রথমবারের মত জাহাজ রপ্তানির করার সুযোগ পেয়ে আমরা গর্বিত।’

তিনি আরও বলেন, ‘করোনায় দেশি ও বৈশ্বিক বাণিজ্যে যে স্থবিরতা ছিল, তা ধীরে ধীরে কাটিয়ে উঠছে বাংলাদেশ। করোনাকালীন সময়ে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের জন্য সরকার নেয়া বিভিন্ন পদক্ষেপ কিছুটা হলেও এ মন্দাবস্থা কাটিয়ে উঠতে সাহায্য করছে।’

তিনি বলেন, ‘চীন, দক্ষিণ কোরিয়া, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশ জাহাজ নির্মাণ শিল্পকে সুরক্ষা দিতে নানা পদক্ষেপ নেয়। ভারত সরকার ২০১৬ সালের ১ এপ্রিল থেকে ২০২৬ সাল পর্যন্ত জাহাজের রপ্তানি মূল্যের ওপর ২০ শতাংশ হারে নগদ সহায়তা অনুমোদন করেছে। চীনের উদ্যোক্তারা স্বল্প সুদে ঋণের পাশাপাশি নিজেদের কাঁচামাল ব্যবহারে ভর্তুকি পাচ্ছে। মন্দা থেকে উত্তরণে শিল্পখাতকে সুরক্ষা দিতে এসব উদ্যোগ নেওয়া হয় দেশগুলোতে। বাংলাদেশ সরকারও যদি সমমানের সুযোগ-সুবিধা দেয়, সেক্ষেত্রে বৈদেশিক মুদ্রা অর্জনের নতুন একটি ক্ষেত্র সৃষ্টি হবে, যা দেশের জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’

ইয়াছিন চৌধুরী বলেন, জাহাজ নির্মাণে সক্ষমতা থাকার পরও হাতেগোনা কয়েকটি প্রতিষ্ঠান রপ্তানি করছে। কিন্তু এই খাত যেন এক-দুটি প্রতিষ্ঠানে সীমাবদ্ধ না থাকে, সেটি নিশ্চিত করতে সরকারকে পর্যাপ্ত সুযোগ-সুবিধার ব্যবস্থা করা জরুরি।

জাহাজ রপ্তানির জন্য কয়েকটি দেশের কর্তৃপক্ষের কাছ থেকে ১৫০ থেকে ২০০ মিলিয়ন ডলারের কার্যাদেশ প্রাপ্তির অপেক্ষায় আছে এফএমসি। করোনার কারণে এসব কার্যাদেশ প্রাপ্তিতে কিছুটা বিলম্ব হচ্ছে বলে জানায় এফএমসি ডকইয়ার্ড কর্তৃপক্ষ।

২০০৬ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের অন্যতম শীর্ষ জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান এফএমসি ডকইয়ার্ড লিমিটেড সরকারি-বেসরকারি স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানের জন্য বিভিন্ন ধরনের প্রায় ২০০টি নতুন জাহাজ তৈরি করেছে। বর্তমানে এই ইয়ার্ডে প্রায় ১২০০ কোটি টাকার কাজ চলমান রয়েছে। জাহাজ মেরামত ও জেটি তৈরিতেও এফএমসি ডকইয়ার্ডের সুনাম রয়েছে।

Read More: https://www.newsbangla24.com/country-wide/153136/FMC-Dockyard-to-build-ships-for-Sudan

Leave a Reply

Your email address will not be published.Required fields are marked *