সুদানে টাগবোট রপ্তানি করবে এফএমসি ডকইয়ার্ড

৪৮ মিলিয়ন আবর আমিরাত দিরহামে এ টাগবোট নির্মাণের কাজ আগামী ১৫ দিনের মধ্যে শুরু করা যাবে বলে কোম্পানির পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে।

বুধবার এফএমসি ডকইয়ার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুদান সরকারের জন্য এএসভি টাগবোটটি নির্মাণ করার কার্যাদেশ পেয়েছে তারা। এটাই বাংলাদেশ থেকে সুদানে নৌযান রাপ্তানির প্রথম সুযোগ। ক্লাসিফিকেশন সোসাইটির কাছ থেকে ড্রইং ও ডিজাইনের অনুমোদন পাওয়ার পর এর নির্মাণ কাজ শুরু হবে।  

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীতে আরও কয়েকটি দেশের জন্য ১৫০ থেকে ২০০ মিলিয়ন ডলারের কার্যাদেশ পাওয়া যাবে বলে তারা আশা করছে এফএমসি ডকইয়ার্ড লিমিটেড।

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদণ্ডীতে কর্ণফুলী নদীর তীরে প্রায় ৬৫ একর জমির ওপর ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয় এফএমসি ডকইয়ার্ড।

এ কোম্পানি সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য এ পর্যন্ত প্রায় ২০০ নৌযান তৈরি করেছে। বর্তমনে তাদের হাতে আরও এক হাজার ২০০ কোটি টাকার কাজ চলমান আছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Read More: https://m.bdnews24.com/bn/detail/ctg/1928013

Leave a Reply

Your email address will not be published.Required fields are marked *